এমপিওভুক্ত শিক্ষকদের ৮ মাসের বকেয়া বেতন ছাড়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারা এপ্রিল মাসের বেতনের সঙ্গে অষ্টম বেতন কাঠামো অনুযায়ী আট মাসের বর্ধিত বকেয়া বেতন পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 11:18 AM
Updated : 5 May 2016, 11:18 AM

এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের এই বকেয়া বেতন দিতে বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই আদেশের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতনের সঙ্গে নতুন স্কেলে ২০১৫ সালের জুলাই থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৮ মাসের বকেয়া পাবেন।

বাংলাদেশে প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এদের এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকার সঙ্গে ৮ মাসের বকেয়া হিসেবে ২ হাজার ৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

শিক্ষক-কর্মচারীরা নিজেদের ব্যাংক একাউন্টের মাধ্যমে এ টাকা তুলতে পারবেন।

গত ১৫ ডিসেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অষ্টম বেতন কাঠামোর আদেশে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়টি স্পষ্ট ছিল না।

এ নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন স্কুল ও কলেজ পর্যায়ে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারা।

এরপর গত ২০ ডিসেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, অন্য সরকারি চাকরিজীবীর মতই ২০১৫ সালের ১ জুলাই থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারা নতুন বেতন কাঠামোয় বেতন পাবেন।