২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

পঁচিশ মার্চকে ‘জাতীয় ও আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 03:00 PM
Updated : 4 May 2016, 03:00 PM

বুধবার সংগঠনের একটি প্রতিনিধি দল স্পিকারের কার্যালয়ে ওই স্মারকলিপি জমা দেয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনের আহ্বায়ক নৌ-মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জাসদের সংসদ সদস্য শিরীন আক্তার, ইসমত কাদির গামা, বদরুদ্দোজা নিজাম, আলা উদ্দিন মিয়া, কামাল উদ্দিন, অভিনেত্রী রোকেয়া প্রাচী, শাহাব উদ্দিন, রহমত আলী, মাহবুব উদ্দিন আহমদ, মোকলেছুর রহমান, হাসনে খসরু ও নজরুল ইসলাম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ২৫ মার্চের গণহত্যা শুধু এক রাতের হত্যাকাণ্ডই ছিল না, এটা ছিল বিশ্ব সভ্যতার জন্য এক কলঙ্কজনক গণহত্যা।