শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ফাঁসি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে স্থানীয় এক মাছ ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 01:40 PM
Updated : 4 May 2016, 01:40 PM

ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম বুধবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. রানা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

দেড় বছর আগের এ ঘটনায় বিচারক রানাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছেন।

ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশুটির বাবা দক্ষিণ কেরানীগঞ্জে দিনমজুরির পেশায় রয়েছেন।

রায়ের নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ অগাস্ট প্রতিবেশী রানা ওই শিশুকে মাছ ধরার কথা বলে স্থানীয় রতনের মাছের খামারে নিয়ে যায়।  খামারের পশ্চিম পাশের এক কলা গাছের মুড়ায় ধর্ষণ করার পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ওই খামারেই ফেলে দেয়।

পরবর্তীতে ভিকটিমের বাবা শিশুটির না পেয়ে থানায় একটি মামলা করেন। মামলায় আসামি রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদে রানার দেওয়া তথ্যে ঘটনার ২৪ দিন পর ওই শিশুর ২২ টুকরা হাড়, পড়নের কামিজ ও পায়ের স্যান্ডেল উদ্ধার করে পুলিশ।

মামলায় ঢাকার মুখ্য বিচারিক আদালতে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রায়ের আগে এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আবদুল বারী।