সাড়ে ৮ কোটি টাকা শুল্ক ফাঁকি, বনানীতে জব্দ ‘আউডি আর ৮’

সাড়ে আট কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে বনানীর একটি গ্যারেজ থেকে বিলাসবহুল একটি ‘আউডি’ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 09:23 AM
Updated : 4 May 2016, 10:48 AM

বুধবার বনানী জি ব্লকের ৭ নম্বর সড়কের ভার্সেটাইল অটোমোবাইলের গ্যারেজ থেকে সাদা রঙের ওই ‘আউডি আর ৮’ গাড়িটি জব্দ করা হয় বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানান।

বেশ কিছুদিন ধরে শুল্ক গোয়েন্দারা ওই গাড়ির ওপর নজর রাখছিলেন  জানিয়ে তিনি বলেন, নিবন্ধনহীন এ গাড়ি যুক্তরাজ্য থেকে আমদানি করার ক্ষেত্রে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

“২০১৩ সালে মংলা বন্দর দিয়ে গাড়িটি ছাড় করানো হয়েছে আউডি টিটি-২৫০০ সিসি হিসেবে। অথচ এটি ৫২০০ সিসির গাড়ি। সিসি, মডেল ও মূল তথ্য গোপন করে এ গাড়ির ক্ষেত্রে শুল্ক ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা।”

অটোমোবাইল কেনা-বেচার প্রতিষ্ঠান অটো ওয়ানের আমদানি করা বিলাসবহুল এ গাড়ি চেসিস নম্বর WUAZZZ424CN000185।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান মঈনুল।

এর আগে গতমাসে তিনি জানিয়েছিলেন, পর্যটকদের বিশেষ সুবিধার সুযোগ নিয়ে কর ফাঁকি দিয়ে বিলাসবহুল শতাধিক গাড়ি বাংলাদেশে চলছে।

বিএমউব্লিউ, মার্সিডিজ বেঞ্জের মতো নামি ব্র্যান্ডের বেশ কয়েকটি দামি গাড়ি সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকা থেকে জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

আরও খবর-