শিল্পকলা পদক পাচ্ছেন ৭ জন

শিল্পের বিভিন্ন শাখায় অবদানের জন্য ২০১৫ সালের শিল্পকলা পদকপ্রাপ্ত সাতজনের নাম ঘোষণা করেছে শিল্পকলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 02:35 PM
Updated : 3 May 2016, 02:35 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ পদক তুলে দেবেন।

পদকপ্রাপ্ত শিল্পীরা হলেন, নৃত্যকলায় সালেহা চৌধুরী, লোকসংস্কৃতিতে নাদিরা বেগম, নাট্যকলায় কাজী বোরহানউদ্দীন, যন্ত্র সংগীতে সুজেয় শ্যাম, আবৃত্তিতে নিখিল সেন, চারুকলায় সৈয়দ আবুল বার্‌ক আলভী ও কণ্ঠ সংগীতে মিহির কুমার নন্দী।

পদকপ্রাপ্তরা এক লাখ টাকার সম্মানী, গোল্ড মেডেল, উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা পাবেন বলে লিয়াকত আলী লাকী জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক এ আর মোল্লা উপস্থিত ছিলেন।