ঢাকায় ডাকাতির অভিযোগে চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকার আশুলিয়া, সাভার ও পটুয়াখালী জেলা থেকে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 01:14 PM
Updated : 3 May 2016, 01:14 PM
এরা হলেন- নূর আলম (২৫), রুবেল (২২), আলমাছ (৩০) ও সজীব (২৫)।

সবুজবাগ থানার ওসি মো. আব্দুল কুদ্দুস ফকির জানান, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সবুজবাগ থানায় মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে ওসি বলেন, ৮ এপ্রিল সবুজবাগ থানার ছায়াবীথি এলাকায় আমির হোসেন নামে এক যুবককে কুপিয়ে তার মোটর সাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

মোটর সাইকেল ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ ও জনতা ধাওয়া করলে দুর্বৃত্তরা তাদের ব্যবহার করা একটি প্রাইভেটকার রেখে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা কুদ্দুস বলেন, ওই মামলার তদন্ত করতে গিয়ে প্রথমে নূর আলমকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাকী তিনজনকে সাভার ও পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়।

মোটর সাইকেল ভালো চালাতে পারেন জানিয়ে ডাকাতদলের সদস্য সজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইভেটকার নিয়ে তারা ঢাকা শহর ঘুরে বেড়ান। সুযোগ মতো মোটর সাইকেল আরোহীর কাছ থেকে মোটর সাইকেল ছিনিয়ে নেন।

এছাড়া তাদের দলটি সুযোগ পেলে প্রাইভেটকার ও মাইক্রোবাসও ছিনিয়ে নিয়ে থাকেন বলে জানান তিনি।

ঢাকা শহর ছাড়াও বিভিন্ন জেলায় এভাবে মোটর সাইকেল ছিনিয়ে নেন বলে জানান সজীব।

ওসি কুদ্দুস ফকির বলেন, “এ চক্রের আটজন সদস্য রয়েছে। বাকি চারজনকে ধরার জন্য একটি দল মাঠে কাজ করছে।”