ইসিকে না জানিয়েই এসপি হারুনকে গাজীপুরে পুনর্বহাল

আইন অনুযায়ী নির্বাচনী এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন বা বদলির জন্য নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান থাকলেও ইসিকে কিছু না জানিয়ে পুলিশ সুপার হারুন অর রশীদকে পুনরায় গাজীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঈনুল হক চৌধুরীও কামাল তালুকদারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 10:43 AM
Updated : 3 May 2016, 03:36 PM

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনকে গাজীপুরে পুনর্বহাল করে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয, স্থানীয় সরকার নির্বাচন ২০১৬ শেষ হলেই এই আদেশ কার্যকর হবে।

গত ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি ভোটের দুদিন আগে এসপি হারুনসহ দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শ্রীপুরে এক সদস্য প্রার্থী খুনের পর ইসির ওই নির্দেশনায় সুষ্ঠু ভোটের লক্ষ্যে এই পরিবর্তন আনার কথা বলা হয়।

নির্বাচন কমিশনের (বিশেষ কর্মকর্তা) আইন ১৯৯১ অনুযায়ী নির্বাচন এলাকার ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ১৫ দিন পর্যন্ত যে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পদায়ন ও বদলির বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করার বিধান রয়েছে।

এসপি হারুনকে পুনর্বহালের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই এসপিকে আমরা প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছিলাম। পুনর্বহালের বিষয়ে কোনো কিছু জানি না। কমিশন সচিবালয় জানতে পারে।”

তবে ইসি সচিব মো. সিরাজুল ইসলামেরও এ বিষয়ে কিছু জানা নেই।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই কর্মকর্তার পুনর্বহালে অবশ্যই নির্বাচন কমিশনের অনুমতি লাগবে। গাজীপুরে এখনও কিছু ইউপিতে নির্বাচন বাকি রয়েছে।

“আইন অনুযায়ী ওই এলাকার ভোট শেষে ফল গেজেট আকারে প্রকাশের ১৫ দিন পর্যন্ত আমাদের অনুমতি ছাড়া কোনো কর্মকর্তাকে পদায়ন বা বদলি করা যাবে না।”

কয়েক বছর আগে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে হরতালে পিকেটিংয়ের সময় তৎকালীন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের উপর চড়াও হয়ে আলোচনায় উঠেছিলেন তিনি।