মহাখালী ফ্লাইওভারে ২ ব্যবসায়ীকে কুপিয়ে ট্রাক ছিনতাই

রাজধানীতে ফ্লাইওভারের উপর গভীর রাতে দুই ব্যবসায়ীকে কুপিয়ে একটি মালবোঝাই ট্রাক ও টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকও সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 06:15 AM
Updated : 3 May 2016, 06:38 AM

মঙ্গলবার প্রথম প্রহরে মহাখালীতে ছিনতাইয়ের এই ঘটনার পর সকালে আশুলিয়া থেকে খালি ট্রাকসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

নাসির উদ্দিন (২৩) ও আবদুর রশিদ (৩৭) দুই ব্যবসায়ী ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশুলিয়া থানার এসআই আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই খালি ট্রাকসহ দুজনকে বাড়ইপাড়া চেকপোস্টে তল্লাশির সময় আটক করা হয়।

আরমান ও করিম নামে আটক দুজনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ব্যবসায়ীর স্বজন শফিক সাংবাদিকদের বলেন, “সোমবার ৩টার দিকে সূত্রাপুর থেকে কাঁচামালবোঝাই ট্রাক নিয়ে তারা টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। মহাখালী ফ্লাইওভারের উপর কয়েকজন দুর্বৃত্ত পিকআপ ভ্যানসহ এসে ট্রাকটিকে আটকায়।

“পরে দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও মালবোঝাই ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।”

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আশুলিয়ার এসআই আজাদ জানান, ওই ট্রাকে শুকনা মরিচ ছিল, যেগুলো উদ্ধারে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চলছে।