সাংসদ মজিবুর রহমানের মৃত্যুতে স্পিকারের শোক

ময়মনসিংহের গৌরীপুরের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2016, 06:06 AM
Updated : 2 May 2016, 06:06 AM

সোমবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক শোকবার্তায় স্পিকার বলেন, “মজিবুর রহমান ফকির একজন বিশিষ্ট  চিকিৎসক ও রাজনীতিবিদ।  তিনি আজীবন জনকল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

স্পিকার প্রয়াত এই সাংসদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান ফকির।

ময়মনসিংহ মেডিকেলের অধ্যাপক আ ন ম ফজলুল হক পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই সংসদ সদস্য।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও সংসদের প্রধান হুইপ আসম ফিরোজ পৃথক শোক বার্তায় মজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।