তদ্বিরে উল্টো ফল হবে, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

মফস্বল থেকে রাজধানীতে আসতে তদ্বিরকারী শিক্ষকদের হুঁশিয়ার করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 08:13 AM
Updated : 30 April 2016, 08:13 AM

শিক্ষকদের ঢাকায় আসার প্রবণতার দিকটি তুলে ধরে শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘শিক্ষার মানোন্নয়ন ও সরকারি কলেজ অধ্যক্ষ সম্মেলন’ এর উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের অনেক টিচার আছেন, সবাই উদগ্রিব, তার পছন্দের জায়গায় যাওয়ার জন্য। আমার কাছে যদি ১০০ জন লোক আসে, তার ৮০ জন আসে কেবল ঢাকায় আসার জন্য।

“সরকারি চাকরি করতে হলে সরকার যেখানে দেয়, সেখানে যাওয়া নিয়ম। তারা নানা রকম ক্ষমতাবান লোক দিয়ে ঢাকায় নিয়ে আসেন…এটা অন্যায়……নিয়ম নাই।”

এই প্রবণতা বন্ধে উল্টো প্রতিক্রিয়া দেখানোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “মন্ত্রী, সচিব, ডিজির কাছে কেউ এমন রিকমেন্ডেশন নিয়ে আসলে তার জন্য সেটি নেতিবাচক হিসেবে দেখা হবে।

“তিনি অনলাইনে আবেদন করবেন। জেনুইন হলে অবশ্যই বদলি করব, এটা করা উচিত। কিন্তু কোনো তদবির চলবে না।”

কলেজের অধ্যক্ষদের শিক্ষক হিসেবে ভালো হওয়ার পাশাপাশি পরিচালক হিসেবে দক্ষ হওয়ার উপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।

যে সব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পড়ানো হয়, সেগুলোকে বিশ্ববিদ্যালয় কলেজ না বলার আহ্বানও জানান তিনি।

“অতি উৎসাহের কারণে আমরা দুই-একটার নাম দিয়ে দিয়েছি বিশ্ববিদ্যালয় কলেজ। আসলে বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই। এটা খুশির জন্য বলেন, আনন্দের জন্য বলেন। কিন্তু এটা কিন্তু অফিশিয়াল কোনো নাম না। বিশ্ববিদ্যালয় কলেজ বলে কিছু নেই।”

নাহিদ আবারও পাবলিক পরীক্ষার সময় কমিয়ে আনার কথা বলেন।

“ব্যক্তিগতভাবে আমি মনে করি, দীর্ঘতম পরীক্ষা চলতে পারে না। ১০ দিনের বেশি পরীক্ষা চলতে পারে না।”

এই সম্মেলনে সারাদেশের ৩২৯টি প্রতিষ্ঠানের অধ্যক্ষরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন।