থানা হলো মাধবদী ও মহিপুর

নরসিংদী সদরের মাধবদী এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2016, 09:47 AM
Updated : 29 Feb 2016, 12:50 PM

এছাড়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পৌরসভা গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকার সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

তিনি বলেন, নরসিংদী সদর থানার মাধবদী তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া পটুয়াখালীর কলাপাড়া থানার মহিপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করা হয়েছে।

এ নিয়ে বাংলাদেশে থানার সংখ্যা মোট ৬৩১টিতে দাঁড়ালো।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে পৌরসভা স্থাপনের প্রস্তাবও নিকারের সভায় অনুমোদন পেয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

২০১৪ সাল থেকে পৌরসভাটি কার্যক্রম শুরু করলেও এখন নিকারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো বলে জানান সচিব।