বাংলা একাডেমিই এখন বাংলা ভাষার কেন্দ্র: অর্থমন্ত্রী

বাংলা একাডেমি এখন বাংলা ভাষা ও সাহিত্যের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 06:54 PM
Updated : 14 Feb 2016, 06:54 PM

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের লেখা ‘সিডনির পথে পথে’ নামে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রোববার তিনি এই মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, “এখন বাংলা ভাষা, বাংলা সাহিত্যের এটিই হচ্ছে কেন্দ্রস্থল। কলকাতায়ও জোরালোভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এটা ঠিক হওয়াও উচিত। কারণ বাংলাতো আমাদের রাষ্ট্রভাষা, তাদের প্রাদেশিক ভাষা।

“আমরা এর সেবা-সাধনা করি, শুরু থেকে আমরা সেটা করেছি। মাঝে মাঝে সেটা বিঘ্ন হয়েছে। এখন আবার আমরা আমাদের সেই অবস্থান প্রতিষ্ঠা করতে পেরেছি।”

বাংলা একাডেমিকে ‘এই পর্যায়ে’ নিয়ে আসার জন্য একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানকে কৃতিত্ব দেন মন্ত্রী।

বইয়ের আলোচনা সম্পর্কে বলতে গিয়ে অশীতিপর মুহিত বলেন, “যদিও আমাকে বইয়ের কপি আগে দিয়েছিল, সেটা মিসপ্লেসড হয়ে গেছে। এখন আমার মিসপ্লেসড বেশি হয়। এটা খুব স্বাভাবিক। বয়স বাড়লে কো-অর্ডিনেটিং ক্যাপাসিটি বেশি এফেক্টেড হয়। এটা একটু গোলমেলে হয়ে যায়। এরপর সকালে আমি আবার নিয়েছি।”

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে লেখক বিরূপাক্ষ পাল, প্রবাসী লেখক পুরবী বসু, আলী ইমাম প্রমুখ বক্তব্য রাখেন।