বাংলাদেশ থেকে ভিসা দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া ঢাকা থেকে চালু করার পদক্ষেপ নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 05:01 PM
Updated : 14 Feb 2016, 05:01 PM

রোববার সন্ধ্যায় যুক্তরাজ্যের লেবার পার্টির একটি প্রতিনিধি দল ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ (এলএফবি)’ একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি স্যার কেয়ার স্ট্রমার।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃটেনে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করে উল্লেখ করে সাক্ষাতের সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যে সরকার নয়াদিল্লি থেকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

“বৃটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন এমপি থাকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর থেকে বোঝা যায়, বৃটিশ রাজনীতিতে সেদেশের বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূতদের আগ্রহ বাড়ছে।”

বাংলাদেশি বংশোদ্ভূতদের প্রশংসা করে এলএফবি প্রতিনিধি দল রাষ্ট্রপতিতে বলে, যুক্তরাজ্যের অর্থনীতিতে তারা ভালো ভূমিকা রাখছে।

রাষ্ট্রপতি আশা করেন, এলএফবি প্রতিনিধি দলের এই সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।