পাইরেটেড বই বিক্রি করায় মেলায় দুটি স্টল বন্ধ

পাইরেটেড বই বিক্রি করায় একুশের বইমেলার দুটি স্টল বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 02:05 PM
Updated : 14 Feb 2016, 02:05 PM

রোববার সন্ধ্যায় মেলার বাংলা একাডেমি অংশে কপিরাইট টাস্কফোর্সের অভিযান থেকে এই ঘোষণা দেওয়া হয়।

টাস্কফোর্সের প্রধান মনজুরুর রহমান জানান, বন্ধ স্টলগুলো হচ্ছে ‘রঙিনফুল’ ও ‘নীলপরী’।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটু পাতলুসহ বিভিন্ন নামে রঙিন ফুল বিদেশি বই পাইরেসি করে বিক্রি করছে। আবার তাদেরই কয়েকটি পাইরেটেড বই ‘নীলপরী’র স্টলে বিক্রি হতে দেখা যায়। এ কারণে দু’টি স্টলকেই বন্ধ ঘোষণা করা হয়েছে।”

সোমবার থেকে বইমেলায় স্টল দুটি বন্ধ থাকবে বলে জানান সংস্কৃতি মন্ত্রণালয়ের এই যুগ্মসচিব।

এর আগে নবম দিন মঙ্গলবার পাইরেটেড বই বিক্রির কারণে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ‘ঐক্য প্রকাশনী’র স্টল বন্ধ করা হয়েছিল।