খাদ্য, পাট ও প্রবাসী কল্যাণে নতুন সচিব

তিন মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 01:18 PM
Updated : 14 Feb 2016, 01:18 PM

এছাড়া বাংলাদেশ ট্যারিফ কমিশন ও পেট্রোলিয়াম করপোরেশনে চেয়ারম্যান এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক পদে নতুনদের আনা হয়েছে।

রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদের মধ্যে খাদ্য সচিব মুশফেকা ইকফাৎকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তার আগের পদে আনা হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ এম বদরুদ্দোজাকে।

রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহমুদ রেজা খানকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান করেছে সরকার।

পাট ও বস্ত্র সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও আইএনইডির সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারের মধ্যে দপ্তর অদলবদল করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্যুরোর মহাপরিচালক শামসুন্নাহার।

স্কুল ফিডিং ইন পুওরেস্ট এরিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক বাবলু ‍কুমার সাহাকে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদা আক্তার মীনাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

অন্যদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহেরকে অর্থ বিভাগে এবং ওএসডি অতিরিক্ত সচিব মো. মহিবুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।