ক্ষুদ্র প্রকৌশল যন্ত্র উৎপাদনে উদ্যোগী হতে রাষ্ট্রপতির আহ্বান

ক্ষুদ্র প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদন এবং দেশীয় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 11:46 AM
Updated : 14 Feb 2016, 11:46 AM

রোববার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য আল নকীব চৌধুরী বঙ্গভবনে দেখা করতে গেলে তাকে এ আহ্বান জানানো হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি বলেন, বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। দেশেই যাতে ক্ষুদ্র প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদন করা যায় সে ব্যাপারে তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।”

রাষ্ট্রপতি দেশীয় প্রযুক্তি ব্যবহারের উপরও গুরুত্ব দেন বলে জানান প্রেস সচিব। রাষ্ট্রপতি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার নির্দেশনাও দেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাক্ষাতে রাষ্ট্রপতিকে তার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম অবহিত করেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে দেশীয় প্রযুক্তি তথ্য-প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রাংশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও আবদুল হামিদকে জানান উপাচার্য।