কবি কায়সুল হক আর নেই

কবি ও সাংবাদিক কায়সুল হক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 01:15 PM
Updated : 13 Feb 2016, 01:15 PM
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন। কবির বয়স হয়েছিল ৮৩ বছর।

পঞ্চাশের দশকের বিউটি বোর্ডিং সাহিত্য চক্রের সদস্য কায়সুল হকের কাব্যগ্রন্থের মধ্যে ‘কলম দিয়ে কবিতা’ ও ‘শব্দের সাঁকো’ পাঠক নন্দিত। ১৯৫০ সালে ‘আজাদ’ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়।

‘আলোর দিকে যাত্রা’ ও ‘অনিন্দ্য চৈতন্য’ শিরোনামে প্রবন্ধ গ্রন্থ রয়েছে তার।

‘অধুনা’, ‘সবার পত্রিকা’, ‘কালান্তর’ ও ‘শৈলী’ সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন তিনি।  

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ড. আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার ও সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন কায়সুল হক।

জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক পদে কাজ করেছেন কায়সুল হক। ওই পদ থেকেই অবসরে যান তিনি।

১৯৩৩ সালের ২৯ মার্চ অবিভক্ত বাংলার মালদহ জেলায় জন্মগ্রহণ করেন কায়সুল হক। সাত ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।