চাঁদাবাজির অভিযোগে র‍্যাব সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে

চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে চার সহযোগীসহ এক র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 10:03 AM
Updated : 13 Feb 2016, 10:43 AM

র‍্যাব-১৩ এ কনস্টেবল পদে কর্মরত হুমায়ূন কবিরকে শনিবার দুপুরে গ্রেপ্তার করেন বাহিনীরই ১১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা।

তার সঙ্গে গ্রেপ্তার অন্যরা হলেন- মুন্সীগঞ্জের শাহিদা (৪৫) ও মো. আমজাদ (৩২) এবং রংপুরের মো. মাহবুব ইসলাম (৩০) ও মো. হাসানুজ্জামান (২৪) ।

র‍্যাব-১১ এর অধিনায়ক আনোয়ার লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনারগাঁও উপজেলার মো. মহসিন নামে এক ব্যক্তির কাছ থেকে চার সহযোগীসহ হুমায়ূন চাঁদা হিসেবে এক লাখ টাকা আনতে গিয়েছিলেন। তখন তাদের গ্রেপ্তার করা হয়।

“হুমায়ূন এর আগে মহসিনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়েছেন। আজকে এক লাখ টাকা বুঝে নেওয়ার কথা ছিল।”

ঘটনাটি জেনে র‍্যাব-১১ এর সদস্যরা সেখানে ওঁৎ পেতে ছিলেন। হাতেনাতে তাদের গ্রেপ্তারের পর সবাইকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১১ অধিনায়ক।