ঢাকায় বিকাশ এজেন্টকে গুলি করে ১৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কাফরুলে দুই বিকাশ এজেন্টকে গুলি করে অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 07:54 AM
Updated : 13 Feb 2016, 10:40 AM
গুলিবিদ্ধরা হলেন- আল আমিন (২২) ও মো. মোশারফ হোসেন (৩০)। তারা মিরপুর-১৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এআইডি নামের একটি বিকাশ ডিস্ট্রিবিউটর কোম্পানিতে এজেন্টের কাজ করেন।

গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল আমিনের কোমরে এবং মোশারফের দুই বাহুতে গুলি লেগেছে।

এআইডির ব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ স্টাফ কলেজের বিপরীতে নিজেদের এজেন্টদের থেকে টাকা তোলা শেষ করে অফিসে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন আল আমিন ও মোশারফ।

“কয়েকজন যুবক তাদের গতিরোধের পর গুলি করে ১৩ লাখ টাকার বেশি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।”