রাষ্ট্রপতির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধি দলের সাক্ষাৎ

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন উদ্যোক্তা তৈরি করতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 01:55 PM
Updated : 11 Feb 2016, 01:55 PM

বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) নতুন বোর্ড অব ডিরেক্টরস বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য বাণিজ্য ও বিনিয়োগ অপরিহার্য। এক্ষেত্রে ব্যবসায়ীদের নেতৃত্ব দিতে হবে, সরকারের কাজ এতে সহযোগিতা করা’।”

বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি।

ডিসিসিআই'র সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে সাক্ষাতে যাওয়া প্রতিনিধি দল এসময় জানায়, নতুন উদ্যোক্তা তৈরিতে তারা পদক্ষেপ নিয়েছে।

ডিসিসিআই নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করছে জানিয়ে প্রতিনিধি দল বিভাগীয় পর্যায়ের উদ্যোক্তাদের জন্য ‘মোটিভেশন’ সভা করা হবে বলেও রাষ্ট্রপতি জানায়।

এ সময় তারা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সুযোগ সম্পর্কেও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত ছিলেন।