জিয়া ট্রাস্ট: তদন্ত কর্মকর্তাকে জেরা করছে আসামি পক্ষ

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশীদকে জেরা শুরু করেছে আসামি পক্ষ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 11:34 AM
Updated : 12 May 2016, 12:27 PM

বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে তাকে জেরা করেন অন্যতম আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবী।

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশীদকে বেগম জেরা শুরু করেছেন অন্যতম আসামি জিয়াউল ইসলাম মুন্নার আইনজীবী আইনজীবী আমিনুল ইসলাম।

৪ ফেব্রুয়ারিতে আলোচিত এ মামলার প্রধান আসামি খালেদা জিয়ার পক্ষে জেরা শেষ  হয়।

বৃহস্পতিবার মুন্নার পক্ষে জেরা শুনে বিচারক আগামী বৃহস্পতিবার জেরার জন্য পরব্তী দিন ঠিক করেন বলে দুদকের আইনজবী মোশাররফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তদন্ত কর্তাকে জেরা শেষে খালেদা জিয়াসহ অপর আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন রাখা হবে।বিধি অনুযায়ী, সেদিন আসামিদেরকে তাদের বিরুদ্ধে সাক্ষীরা জবানবন্দি ও জেরার উত্তরে কি বলেছে তা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পড়ে শুনাবেন।

তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে, তারা নিজেদের পক্ষে কোনো বক্তব্য রাখবেন কি না অথবা কোনো লিখিত বক্তব্য বা কোনো সাফাই সাক্ষী হাজির করবেন কি না।

আসামিরা চাইলে সেদিনই নিজেদের নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য দিতে পারবে। সাফাই সাক্ষ্য দিতে চাইলে তার জন্যও তারিখ রাখা হবে।

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুদক।

মামলার অপর আসামিরা হলেন- হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান।