সিম নিবন্ধনে হয়রানি বন্ধে প্রয়োজনে জরিমানা: তারানা

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি বন্ধে প্রয়োজনে অপারেটরদের জরিমানা করার চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 10:35 AM
Updated : 11 Feb 2016, 10:35 AM

বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন 'টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)’ এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি রোধে ইতোমধ্যে বিটিআরসি তিনটি মোবাইল টিম গঠন করেছে জানিয়ে তারানা হালিম বলেন, এই টিম বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলায় কাজ করবে। নিবন্ধনে হয়রানিতে যদি জরিমানার বিধান থাকে তাহলে বিটিআরসি জরিমানা করবে।

হয়রানির বিষয়ে মোবাইল টিমের প্রতিবেদন অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

সিম নিবন্ধনে হয়রানিতে বিটিআরসি জরিমানার বিধান না থাকলে তা অন্তর্ভুক্ত করা হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তারানা হালিম বলেন, “আমি যদি দেখি মোবাইল টিম গঠনের পরও অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাহলে প্রয়োজন হলে আমি অতিরিক্তভাবে নির্দেশনা প্রদান করব যেন বিটিআরসি সংশ্লিষ্ট অপারেটরদের জরিমানার বিধানটি রাখে।

“আমাদের একটা সংষ্কৃতি আছে, মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তখনই শুধু ভাষাটা বোঝে, সে ভাষা বোঝাবার জন্য প্রয়োজনে সেটিও আমরা করবে।”

নতুন করারোপ হবে না

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড পুনঃনিবন্ধনের ক্ষেত্রে নতুন করে করারোপ করা হবে না বলে  জানান প্রতিমন্ত্রী।

এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলাচ হয়েছে জানিয়ে তারানা বলেন, “আমি বলেছি রি-রেজিস্ট্রেশন ও রি-প্লেসমেন্টের মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে তারা কনফিউজড ছিলেন।

“আমি দুটো বিষয় ব্যাখ্যা করেছি। কারণ সিম কেনার ক্ষেত্রে একবার কর দিয়েছেন, দ্বৈত করের আর প্রয়োজন নেই।”

প্রতিমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন করে করারোপ করা হবে না।”

এবিষয়ে বিটিআরসিতে চিঠি পাঠানো হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “অপারেটরেরা লিখিতভাবে চিঠি পেলে আশ্বস্ত হবেন। অর্থ মন্ত্রণালয় লিখিত দিলে আমরা অপারেটরদের পাঠিয়ে দেব।

“এটা নিয়ে বিতর্ক, সংশয়ের কোনো অবকাশ নাই। এটা মনে হয় অপারেটরদের ধীরে চলার কারণ, এটা নিয়ে ভীতির কোনো কারণ নেই।”

গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন শুরু হয়। আগামী এপ্রিলে এ কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।