আগারগাঁওয়ের পাখাওয়ালা বস্তুটি ড্রোন?

ঢাকার আগারগাঁওয়ে আইডিবি ভবনের সামনে থেকে ‘খেলনা উড়োজাহাজের’ মতো দেখতে এক বস্তু পেয়ে ‘ড্রোন’ সন্দেহে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2016, 08:07 AM
Updated : 11 Feb 2016, 08:07 AM

শেরেবাংলা নগর থানার উপ পরিদর্শক রুহুল আমিন জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে টহল পুলিশ পাখাওয়ালা ওই বস্তুটি পায়।

“দেখতে উড়োজাহাজের মতো। দুপাশে দুটো পাখা আছে। এটা আসলে ড্রোন কি না- তা আমরা খতিয়ে দেখব।”

এ বিষয়ে কথা বলতে শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একটি জরুরি মিটিংয়ে কমিশনারের সঙ্গে আছি। পরে কথা বলব।”

সম্প্রতি বাংলাদেশে ড্রোন ওড়ানোর বিষয়ে নীতিমালা করার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), যার আওতায় রয়েছে শিশুদের দূর নিয়ন্ত্রিত খেলনা উড়োজাহাজও।

খসড়া ওই নীতিমালায় বলা হয়েছে, সামরিক বাহিনী ছাড়া অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনো স্থানে ড্রোন ব্যবহার করতে চাইলে বেবিচকের অনুমতি নিতে হবে। যেসব স্থানে বিমানবন্দর নেই, সেখানে বেবিচক ও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে ড্রোন ব্যবহার করতে হবে।

এছাড়া বাংলাদেশে শিশুদের খেলনা উড়োজাহাজ আমদানি করার ক্ষেত্রেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। এর মধ্যেও গত বছর ঢাকার শাহজালাল বিমানবন্দরে তিন মাসের মধ্যে ৩৮টি ড্রোন আটকের খবর এসেছে গণমাধ্যমে।