সোনা পেটে, বেকায়দায় শুল্ক কর্মকর্তারা

মালয়েশিয়াফেরত এক যাত্রীর পেটের ভিতরে সোনার বারের সন্ধান পেয়ে তাকে আটক করেছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 06:49 PM
Updated : 9 Feb 2016, 06:49 PM

কুমিল্লার দাউদকান্দির রোমান তালুকদার (৩৫) পেটের মধ্যে নয়টি সোনার বার থাকার কথা জানিয়েছেন।

ব্যতিক্রমী এ ঘটনায় ওই ব্যক্তিকে নিজের থেকে সোনার বারগুলো বের করার চেষ্টা করতে বলেছেন কর্মকর্তারা। অন্যত্থায় চিকিৎসকের কাছে নিয়ে পেট থেকে সোনা বের করা হবে বলে তাকে জানানো হয়েছে।

রোমান কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান জানিয়েছেন।

“আর্চওয়ে পার হওয়ার সময় স্ক্যানারে তার তলপেটে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়।”

এরপর উত্তরার একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করা হলে তার পেটের ভেতর সোনার সন্ধান মেলে বলে জানান তিনি।

রোমান পেটে নয়টি সোনার বার থাকার কথা জানালেও সেগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত এর পরিমাণ ও দাম সম্পর্কে কিছু বলা যাবে না- বলেছেন মঈনুল খান।