‘পাইরেটেড’ বই বিক্রিতে এক প্রকাশনীর স্টল বন্ধ

‘পাইরেটেড’ বই বিক্রির দায়ে অমর একুশে বইমেলায় একটি প্রকাশনা সংস্থার স্টল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 03:16 PM
Updated : 9 Feb 2016, 03:16 PM

মাওলা ব্রাদার্স থেকে বের হওয়া অধ্যাপিকা সিদ্দিকা কবীরের ‘রান্না খাদ্য পুষ্টি’ বইয়ের পাইরেটেড কপি ঐক্য প্রকাশনী বিক্রি করছিল বলে মেলায় কপিরাইট টাস্কফোর্সের প্রধান মনজুরুর রহমান জানান।

বইমেলার নবম দিন মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ওই প্রকাশনা সংস্থার স্টল বন্ধের নির্দেশ দেওয়া বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনজুরুর জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মেলার দুই প্রাঙ্গণেই অভিযান পরিচালনা করেছি। মাওলা ব্রাদার্স থেকে অভিযোগ পেয়ে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ঐক্য প্রকাশনীতে অভিযান চালাই। সেখানে সিদ্দিকা কবীরের বইয়ের পাইরেটেড কপি পাওয়া গেছে।”

বুধবারের মধ্যে ওই স্টল বন্ধের চিঠি পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

অভিযানে পুলিশ, র‌্যাব ও কপিরাইট অফিসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার রাতের বৃষ্টিতে ধুলো উড়োউড়ি বন্ধ হয়েছে মেলা প্রাঙ্গণে। তবে বৃষ্টির পানিতে রাতে ইউপিএলসহ কয়েকটি প্রতিষ্ঠানের কিছু বই ভিজেছে।

মঙ্গলবার মেলায় ১১০টি নতুন বই এসেছে বলে বাংলা একাডেমি জানিয়েছে।