উত্তরার ৬০০০ ফোন নম্বর বদলে যাচ্ছে

উত্তরা এক্সচেঞ্জের আওতাধীন ছয় হাজার টেলিফোন নম্বর পরিবর্তন করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 01:43 PM
Updated : 9 Feb 2016, 01:43 PM
মঙ্গলবার বিটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উন্নত সেবা দিতে উত্তরার ‘৮৯৫’ ও ‘৮৯৬’ এক্সচেঞ্জে এনজিএন প্রযুক্তি যুক্ত হচ্ছে। এতে এসব ফোন নম্বর হবে আট ডিজিটের।

এর ফলে ‘৮৯৫’ এক্সচেঞ্জের চার হাজার নম্বর বদলে যাবে। ‘৮৯৫’ এর বদলে নম্বরগুলো শুরু হবে ‘৪৮৯৫’ দিয়ে। অর্থাৎ আগের নম্বরের শুরুতে ‘৪’ যুক্ত হবে।

আর ‘৮৯৬’ এক্সচেঞ্জে পরিবর্তন আসছে দুই হাজার ফোন নম্বরে। এসব নম্বরের শুরুতে ‘৪’ বসবে। তারপর ‘৮৯৬’ এর পরিবর্তে বসবে ‘৮৯৫’। আট ডিজিটের নতুন নম্বরের শেষ চারটি ডিজিটেও পরিবর্তন আসবে।

ফোন নম্বরের এই পরিবর্তন বুধবার থেকেই কার্যকর হবে। নম্বর বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের টেলিফোন করে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে বলে বিটিসিএল জানিয়েছে।

নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে (www.btcl.com.bd) এবং বিটিসিএল উত্তরা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

জরুরি প্রয়োজনে গ্রাহকদের বিটিসিএলের কল সেন্টারের ‘১৬৪০২’ নম্বরে অথবা অফিস সময়ে ৮৯৩১১৯৯ ও ৫৮৯৫৪২৯৯ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।