এসএসসি: চতুর্থ দিনে ১৪৮ শিক্ষার্থী বহিষ্কার

এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিন সারাদেশে ১৪৮ শিক্ষার্থী ও দুই পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 12:26 PM
Updated : 9 Feb 2016, 12:27 PM

এছাড়া অনুপস্থিত ছিল ৭ হাজার ৩৭৬ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি এসএসসির চার দিনের পরীক্ষায় মোট ৩৫২ পরীক্ষার্থী ও ১১ জন পরিদর্শক বহিষ্কার হলেন। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা পৌঁছালো ২৮ হাজার ৫১২ জনে।

বাংলাদেশের তিন হাজার ১৪৩টি কেন্দ্রে এসএসসি ও সমামানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী ছিল।

মঙ্গলবার এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র, এসএসসি ভোকেশনালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (১৯২৪) (সৃজনশীল) ও সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪) (সৃজনশীল) এবং দাখিল ভোকেশনালে হাদিস শরীফ ও ফিকাহ-২ (১৭২৮) ও হাদিস শরীফ ও ফিকাহ-২ (৮৪২২) পরীক্ষা হয়েছে।

চতুর্থ দিনের পরীক্ষায় নকলের দায়ে মাদ্রাসা বোর্ডে ৫২ জন, ঢাকা বোর্ডে ১৯ জন, কুমিল্লায় ২৮ জন, রাজশাহীতে ৭ জন, যশোরে ৬ জন, চট্টগ্রামে ৯ জন, সিলেটে ৪ জন, বরিশালে ১৫ জন এবং দিনাজপুর বোর্ডে ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া এদিন ঢাকা চট্টগ্রাম বোর্ডে একজন করে পরিদর্শকও বহিষ্কার হয়েছেন।

মঙ্গলবারের পরীক্ষায় ঢাকা বোর্ডে ৯৮৬ জন, রাজশাহীতে ৩৯৪ জন, কুমিল্লায় ৩৭২ জন, যশোরে ৪৫৬ জন, চট্টগ্রামে ৩০০ জন, সিলেটে ২৫৬, বরিশালে ২৬৩ এবং দিনাজপুর বোর্ডে ২৭৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ হাজার ২৮৩ জন এবং কারিগরি বোর্ডে ৭৯০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।