আইনজীবীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বিচারপ্রার্থীরা যাতে দ্রুত ন্যায় বিচার পায়, তা নিশ্চিতে আইনজীবীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 11:47 AM
Updated : 9 Feb 2016, 11:47 AM

মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে তাদের সঙ্গে বৈঠকে েএই আহ্বান জানান তিনি।

প্রতিনিধি দলে বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, এসএম রেজাউল করিম, জেডআই খান পান্না ও কাজী নজিবুল্লাহ হিরু উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল বার কাউন্সিলের বিভিন্ন পদক্ষেপ এবং আইনজীবীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

“রাষ্ট্রপতি এসময় বলেন, বিচারবিভাগের কার্যক্রমে বার কাউন্সিলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।”

বার কাউন্সিলের বর্তমান নেতৃত্ব আইনজীবীদের কল্যাণে কাজ করতে সমর্থ হবে বলে আশা প্রকাশ করেন অ্যাডভোকেট আবদুল হামিদ।

প্রতিনিধি দল বার কাউন্সিলের উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন বলে জানান প্রেস সচিব।