অভিনেতা ফরিদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

কৌতুক অভিনেতা ফরিদ আলীর চিকিৎসার খরচ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 03:05 PM
Updated : 8 Feb 2016, 03:38 PM

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

খোকন বলেন, অর্থাভাবে এই মুক্তিযোদ্ধা চিকিৎসা করাতে পারছেন না- এমন একটি খবর দেখে প্রধানমন্ত্রী ফরিদ আলীর চিকিৎসার জন্য উদ্যোগ নেন।

এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে তার কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন এই অসুস্থ কৌতুক অভিনেতাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করেন।

আশরাফুল আলম খোকন বলেন, “তার চিকিৎসার সম্পূর্ণ খরচ প্রধানমন্ত্রী দেবেন।”

৭০-৮০ এর দশকের জনপ্রিয় কৌতুক অভিনেতা ফরিদ আলীর অভিনিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সমাধান, তিতাস একটি নদীর নাম, গুণ্ডা, রংবাজের মতো সাড়া ফেলা ছবি।