বাড্ডায় দুর্ঘটনায় যুবকের মৃত্যুর পর বাসে আগুন

রাজধানীর উত্তর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 10:59 AM
Updated : 8 Feb 2016, 12:36 PM

সোমবার দুপুরের পর এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এসময় প্রগতি সরণিতে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল।

নিহতের যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ হবে বলে পুলিশ জানিয়েছে। তার পরনে ছিল খয়েরি রঙের ফুলপ্যান্ট ও মেরুন রঙের হাফ শার্ট।

বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে রামপুরামুখী অনাবিল পরিবহনের একটি বাস পথচারী ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

“এ দৃশ্য দেখে আশপাশের জনতা উত্তেজিত হয়ে বাসটি ভাংচুরের পর এতে আগুন ধরিয়ে দেয়।”

খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান।

তিনি বলেন, “আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।”

এই দুর্ঘটনার পর প্রায় আধা-ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে ওসি জানান।

লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।