তিন বিচারকের শপথের পর আপিল বেঞ্চ পুনর্গঠন

নতুন তিন বিচারকের শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুটি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

সুপ্রিম কোর্ট প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 05:33 AM
Updated : 8 Feb 2016, 01:08 PM

হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ জানান, প্রধান বিচারপতি নেতৃত্বাধীন একটি বেঞ্চে রয়েছেন পাঁচজন বিচারক।

আর বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার বেঞ্চে সদস্য হিসেবে আছেন চারজন।

হাই কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান সোমবার সকালে আপিল বিভাগে বিচারক হিসেবে শপথ নেন।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহা তাদের শপথ বাক্য পাঠ করান। পরে নতুনদের যুক্ত করে বেঞ্চ পুনর্গঠন করা হয়।

প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। 

আর বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা নেতৃত্বাধীন বেঞ্চের বাকি তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. নিজামুল হক।

নতুন তিন বিচারক সোমবার থেকেই বেঞ্চে বসবেন বলে অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান।