কারাবন্দিদের তথ্য নিয়ে ডেটাবেজ করছে র‌্যাব

দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের তথ্য  সংগ্রহ করে একটি ডেটাবেজ করছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 06:52 PM
Updated : 7 Feb 2016, 06:52 PM

‘র‌্যাব-প্রিজন ইনমেট ডেটাবেজ’ শিরোনামে  এই তথ্যভাণ্ডার হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল  রোববার  র‌্যাব সদরদপ্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, “এটি একটি যুগান্তকারী ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়ার একটি অংশ।

“যে ডেটাবেজ তৈরি হচ্ছে  তা পর্যায়ক্রমে বিমানবন্দর ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে যুক্ত হবে। তখন অপরাধীদের চিহ্নিত করা খুব সহজ হবে।”

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বলেন, এই ডেটাবেজে আসামিদের কারাগারে প্রবেশ, জামিনে মুক্তি, কারাগার পরিবর্তন, কারাগার হতে আদালতে পাঠানো, হাসপাতালে পাঠানো ইত্যাদি তথ্য সংরক্ষিত থাকবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম বক্তব্য রাখেন।