রাজধানীতে সরকারি ও নকল ওষুধ জব্দ, জেল-জরিমানা

রাজধানীর মিরপুর ও বাবুবাজারের পাঁচটি দোকানে অভিযান চালিয়ে তিন লাখ টাকার সরকারি ও নকল ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 04:54 PM
Updated : 6 Feb 2016, 04:54 PM

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সরকারি ও নকল ওষুধ রাখার অভিযোগে চারটি দোকানের মালিককে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। আরেক দোকান মালিককে দেওয়া হয় ছয় মাসের কারাদণ্ড।

এতে বলা হয়, র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে শনিবার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে রহমান ফার্মেসির মালিক আব্দুল মাজেদ, আর এম মেডিকেলের মালিক সজীব দত্ত ও আজমেরি মেডিকেলের মালিক কালাচান মণ্ডলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মেরি মেডিকেলের মালিক সাদেককে জরিমানা করা হয় তিন লাখ টাকা এবং রউফ মেডিকেল হলের মালিক আব্দুল মান্নানকে দেওয়া হয় ছয় মাসের কারাদণ্ড।