মেট্রোরেলের রুট পরিবর্তনে ঢাবি শিক্ষার্থীদের দাবি

ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে প্রস্তাবিত মেট্রোরেলের রুট পরিবর্তনে আবারও দাবি এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2016, 01:24 PM
Updated : 6 Feb 2016, 01:25 PM

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উযমা তাজ্বরিয়ান লিখিত বক্তব্য পড়ে শোনান।

এ সময় আগামী ১১ ফেব্রুয়ারি বেলা ১২টায় চারুকলা অনুষদে প্রতিবাদী কার্টুন প্রদর্শনী করার ঘোষণাও দেওয়া হয়।

উযমা তাজ্বরিয়ান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়েল ক্যাম্পাসের মধ্য দিয়ে মেট্রোরেলের যে রুটটি যাবে তার অনেকখানি কাজ এখনও শেষ হয়নি।

“অপরদিকে সমস্যা দেখা দেওয়ার কারণে মগবাজারের ৬০ টি পিলার ভেঙে যদি নতুন করে ফ্লাইওভারের রুট নির্ধারণ করা যায়, তাহলে রুট পরিবর্তনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি, তা মানতে কর্তৃপক্ষের বাধা কোথায়?”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনুপম দত্ত, ফারহান শাহরিয়ার ও খাইরুল ইসলাম।