অন্যের হয়ে পরীক্ষা: ৭০ জনের ১৫ দিনের কারাদণ্ড

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়া, এসএমএসে উত্তর সংগ্রহসহ বিভিন্ন অপরাধে ৭০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2016, 03:58 PM
Updated : 5 Feb 2016, 08:02 PM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রের সামনে তাদের সাজা দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়।বিভিন্ন কেন্দ্রের পরিদর্শকরা ভুয়া ৮৬ জন পরীক্ষার্থীকে আটক করে।

পরে পরীক্ষা শেষে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অনুষদের সামনে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ১০ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। ৭০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেন বিচারক।

আর ছয় জনের বিরুদ্ধে ‘অধিকতর অপরাধের’ অভিযোগ আসায় তদন্তের জন্য তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দণ্ডিতদের মধ্যে একজন নারী রয়েছে বলে ম্যাজিস্ট্রেট সাইফুল জানান।

তাদের সবাইকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে শাহবাগ থানার পরির্দশক (তদন্ত) আবুল কালাম আজাদ জানিয়েছেন।