রায় কার্যকরে কালক্ষেপণ নয়: সেক্টর কমান্ডার্স ফোরাম

সময় নষ্ট না করে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2016, 07:42 AM
Updated : 6 Jan 2016, 11:26 AM

বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ জামায়াত আমীর নিজামীর ফাঁসির রায় বহাল রাখে।

নিজামীর চূড়ান্ত রায়ে সন্তোষ প্রকাশ করে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সংগঠনটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ বলেন, “ফাঁসি বহাল থাকায় আমরা খুবই সন্তুষ্ট। এখন আর সময় নষ্ট করে লাভ নেই। দ্রুত রায় কার‌্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বাস্তবায়নকারী বদরবাহিনীর নেতা নিজামীর ফাঁসি কার‌্যকর হলে বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে বলে উল্লেখ করেন তিনি।

“এ বিচারের মাধ্যমে প্রমাণ হয়েছে আন্তর্জাতিক মানের বিচার করা হচ্ছে; বিচারকরা যে সত্য বিচার করতে পারে, সেজন্য আমরা গর্বিত। নিজামীর উপযুক্ত বিচার হয়েছে,” বলেন এ মুক্তিযোদ্ধা।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, “এখন আমরা সরকারকে দ্রুত রায় বাস্তবায়ন করতে দাবি জানাচ্ছি।”