যুদ্ধাপরাধ: মুক্তাগাছার ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের মুক্তাগাছার রেজাউল করিম ওরফে আক্কাসসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2015, 10:27 AM
Updated : 9 Dec 2015, 10:27 AM

প্রসিকিউশনের করা এক আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

সুষ্ঠু তদন্তের স্বার্থে মুক্তাগাছার ‘রাজাকার’ হিসেবে পরিচিত আক্কাসসহ আট আসামিকে গ্রেপ্তারে বুধবারই আবেদনটি করে প্রসিকিউটরা।  

আদালতে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম।

পরে প্রসিকিউটর কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও আসামিরা যাতে পলাতক না হতে পারে সেজন্য গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদনটি করা হয়। আদালত তা মঞ্জুর করেছে। আসামিদের গ্রেপ্তারের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।”

আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে চলতি বছরের ৪ মে তদন্ত শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা।

প্রাথিমিক তদন্তে তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তাগাছা এলাকায় হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

আগামী ৪ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন রয়েছে বলে জানান প্রসিকিউটর কালাম।