দেশের টাকায় বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের দাবি

দেশের টাকায় বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইমা)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 04:31 PM
Updated : 2 Dec 2015, 09:28 AM

মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে মানববন্ধন করে তারা এই দাবি জানান।

বাংলাদেশে বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

ভারতে বাংলাদেশি চ্যানেলের সম্প্রচার শুরুর জন্য তথ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ চেয়ে মানবন্ধনের আয়োজক সংগঠন ইমা বলছে, “বিজ্ঞাপন প্রচারের কোনো নীতিমালা না থাকায় দেশি চ্যানেলগুলো অস্তিত্ব টিকিয়ে রাখতে কম মূল্যে বেশি বিজ্ঞাপন প্রচার করতে বাধ্য হচ্ছে। ফলে দর্শকরা বিরক্ত হচ্ছে।”

পরে সংগঠনটির পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিদেশি চ্যানেলে প্রচারিত সিরিয়ালে থাকে অসামাজিক দৃশ্যপট, যা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থি। বিদেশি চ্যানেলে পারিবারিক কলহ, কে কার সংসার ভাঙল, কে আড়ি পেতে কার কথা শুনল, পরকীয়া, ননদ-ভাবীর হিংসাত্মক কর্ম ইত্যাদি দেখানোর ফলে দেশের পারিবারিক ও সামাজিক ব্যবস্থা ধ্বংসপ্রায়। ধর্ষণ-খুন আজ নৈমত্তিক ঘটনা।”

বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিদেশি চ্যানেলে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে অভিযোগ করে এতে বলা হয়, এর মাধ্যমে বিদেশে অর্থপাচার হচ্ছে।

“এতে দেশি টেলিভিশন শিল্প ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে।”