সরকারের চিঠিতে ফেইসবুকের সাড়া

ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করে পাঠানো চিঠির সাড়া দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 04:17 PM
Updated : 1 Dec 2015, 04:17 PM

সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে ই-মেইলে চিঠি পাঠানোর পর মঙ্গলবার ফেইসবুক এ বিষয়ে ফিরতি ই-মেইল পাঠিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার প্রতিমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুক কর্তৃপক্ষও আলোচনায় আগ্রহী। এজন্য তারা আগামী ৬ অথবা ৭ ডিসেম্বর আলোচনায় বসতে আগ্রহী। এশিয়া পেসিফিক অঞ্চলের ফেইসবুক কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশে এসে আলোচনায় বসবেন বলে জানিয়েছে।”

এই আলোচনায় ফেইসবুক কর্তৃপক্ষকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফেইসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হবে বলেও জানান তারানা হালিম।

এর আগে চিঠির বিষয়ে তারানা হালিম বলেছিলেন, অনেক কিছুই মানহানিকর মনে করে না ফেইসবুক কর্তৃপক্ষ; কোনো বিষয়ে তাদের অভিযোগ জানালে মামলা করে আসতে বলা হয়।

ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এসব বিষয় তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গত ১৮ নভেম্বর থেকে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ করা হলেও বিকল্প পন্থায় অনেকেই এসব ব্যবহার করছেন।

তবে প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ওই চিঠির সঙ্গে ফেইসবুক খুলে দেওয়ার কোনো সম্পর্ক নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এটি খুলে দেওয়া হবে।