মংলাপোর্ট পৌরসভার নির্বাচন স্থগিত

আদালতের আদেশে মংলাপোর্ট পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 02:17 PM
Updated : 1 Dec 2015, 03:15 PM

মঙ্গলবার সন্ধ্যায় ভোট স্থগিতের নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মহসিনুল হকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, হাই কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মংলাপোর্ট পৌরসভার নির্বাচনের ক্ষেত্রে ঘোষিত তফসিল ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিতাদেশের ফলে মংলাপোর্ট পৌরসভায় মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণসহ ভোটের কার্যক্রম স্থগিত থাকবে বলে জানান কমিশনের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, মঙ্গলবার পর‌্যন্ত মংলাপোর্ট পৌরসভায় মেয়র পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

এরা হলেন- আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সালাম ও শাজাহান শিকারি এবং জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী তালুকদার আব্দুল ফারুক।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ২৪ নভেম্বর ২৩৬ পৌরসভার ভোটের সময়সূচি ঘোষণা করা হয়। তার আগেই ১৮ নভেম্বর হাইকোর্ট বিভাগের এক আদেশে মংলাপোর্ট পৌরসভার তফসিল ছয় মাসের জন্য স্থগিত হয়।

এখন ৩০ ডিসেম্বর ২৩৫ পৌরসভায় ভোট হবে।