উত্তরায় পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকার উত্তরায় সড়ক অবরোধরত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 01:17 PM
Updated : 30 Nov 2015, 01:17 PM

পুলিশ জানিয়েছে, উত্তরার কামারপাড়ায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীদের মধ্যে পোশাক হিসেবে পায়জামা-পাঞ্জাবি-টুপি-বোরখার পক্ষে ও বিপক্ষে দুটি দল রয়েছে।

উত্তরা পশ্চিম থানার ওসি আলি হোসেন জানান, তাদের মধ্যে বিরোধের জের ধরে দুপুরে একটি পক্ষ সড়ক অবরোধ করার পর তাদের সরাতে গেলে সংঘর্ষ বাঁধে। এসময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আড়াইটার দিকে এক পক্ষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

“বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ঢিল ছোড়া শুরু করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”

বিকাল ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলেও জানান ওসি।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) জানান, কিছু ছেলে পায়জামা-পাঞ্জাবি-টুপি এবং কিছু মেয়ে বোরখা পরে ক্লাস করে। সাধারণ শিক্ষার্থীদের অনেকে এর বিরোধী।

এ নিয়ে সোমবার দুপুর আড়াইটায় দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল। আলোচনার আগেই ‘পাঞ্জাবির পক্ষের’ লোকজন রাস্তায় নেমে পড়ে।