জ্বালানি সচিব আবুবকর সিদ্দিক আর নেই

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 04:50 AM
Updated : 30 Nov 2015, 05:55 AM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আবুবকর সিদ্দিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

“বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।”

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় তিনি আবুবকর সিদ্দিকের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী আবুবকর ১৯৮২ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন।

২০১৪ সালের জুলাই মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন আবুবকর।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জন্ম নেওয়া আববুকর স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।