শিয়া সমাবেশে হামলা: গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

মহররমে পুরান ঢাকার ইমামবাড়ায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার এক মাস পর গ্রেপ্তার পাঁচ ‘জেএমবি সদস্য’কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2015, 02:55 PM
Updated : 26 Nov 2015, 02:55 PM

বুধবার মধ্যরাতে রাজধানীর দারুস সালামে গোলাগুলির পর ভোর পর্যন্ত অভিযান চালিয়ে চান মিয়া (৩২), ওমর ফারুক ওরফে মানিক (২৮), হাফেজ আহসান উল্লাহ মাহমুদ (২৯), শাহজালাল (৩৮) ও কবির হোসেন ওরফে রাশেদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে' নিহত আল বাণী ওরফে মাহফুজ ওরফে হোজ্জা ভাই জেএমবির সামরিক শাখার প্রধান ছিলেন বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার পাঁচজনও মাহফুজের সঙ্গে জেএমবির তৎপরতায় যুক্ত ছিল দাবি করে পুলিশ বলেছে, মহররমে হোসাইনী দালানে ইমামবাড়ায় বোমা হামলায়ও এরা জড়িত ছিলেন। 

গত ২৪ অক্টোবর প্রথম প্রহরে গ্রেনেডসদৃশ বোমা হামলায় দুজন নিহত এবং অর্ধ শতাধিক আহত হন।

গ্রেপ্তার পাঁচজনকে বৃহস্পতিবার বিকালে ঢাকার আদালতে নিয়ে ১০ দিন রিমান্ডের আবেদন করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনসারী।

শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান পাঁচ দিন হেফাজতের আদেশ দেন বলে ওেই আদালত পুলিশের কর্মকর্তা এসআই শেখ রকিব উদ্দিন জানিয়েছেন।

আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।

এই পাঁচজন আশুলিয়ায় পুলিশ হত্যা, সাভারে ব্যাংক ডাকাতি ও ত্রিশালে আসামি ছিনতাইয়ের ঘটনায় অংশ নিয়েছে অথবা সহযোগিতা করেছিল বলে পুলিশের দাবি।