নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতায় মিছিল

নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ঢাকায় নারী নির্যাতনবিরোধী পতাকা মিছিল করেছে একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 01:40 PM
Updated : 25 Nov 2015, 02:44 PM

মিছিলটির আয়োজন করে ‘আমরাই পারি পরিবারিক নির্যাতন প্রতিরোধ’ জোট।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত এ মিছিলে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছবি: নয়ন কুমার

এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ১৬ দিনের সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে জোটের চেয়ারম্যান সুলতানান কামাল বলেন, “একজন নারী যে স্থানে বা যে পরিচয়েই থাকুক না কেন, রাষ্ট্র কোনোভাবেই নারী বলে তার সাথে বৈষম্য করতে পারে না। নারী ও পুরুষ সমান মর্যাদা নিয়ে বাঁচবে, সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তা প্রদানে সমাজ, পরিবার রাষ্ট্র তাদের নিজ নিজ ভূমিকা পালন করবে।”