গ্রামীণফোন ছেড়েছেন মুজাহিদপুত্র

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকিক দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের চাকরি ছেড়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 12:02 PM
Updated : 26 Nov 2015, 05:29 PM

গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলী আহমেদ তাহকিক তিন সপ্তাহ আগে চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

মুজাহিদপুত্র তাহকিক দীর্ঘদিন গ্রামীণফোনের ‘স্টেকহোল্ডারস রিলেশন্স ডিপার্টমেন্ট’-এ কর্মরত ছিলেন। দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটরে এরকম গুরুত্বপূর্ণ একটি পদে একজন ‍যুদ্ধাপরাধীর ছেলের দায়িত্ব পালন নিয়ে গণমাধ্যমে খবরও আসে।    

এরপর গত জুন মাসে তাহকিককে ‘ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস ডিপার্টমেন্ট’-এ বদলি করা হয়। সেখানে তার পদবি ছিল ‘স্পেশালিস্ট’।

গ্রামীণফোনের এক কর্মকর্তা জানান, এটি একটি ‘জুনিয়র লেভেলের পোস্ট’।

তালাত কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাকরি থেকে ইস্তফার বিষয়ে গ্রামীণফোনের কোনো চাপ ছিল না। তিনি স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।”

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী গণহত্যার ষড়যন্ত্র ও ইন্ধন দেওয়ার অভিযোগে আদালতে ফাঁসির রায় হয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের। সব আইনি প্রক্রিয়া শেষে গত শনিবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়।