ডিবি পরিচয়ে রবির কর্মকর্তাকে তুলে নেওয়ার অভিযোগ

রাজধানীর উত্তরার বাসা থেকে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির এক প্রকৌশলীকে কয়েক ব্যক্তি গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 09:16 AM
Updated : 25 Nov 2015, 09:16 AM

স্বামী নিখোঁজ হওয়ায় উত্তরা পশ্চিম থানায় থানায় সাধারণ ডায়েরি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলেও অভিযোগ ওই নারীর। 

খায়রুল আসাদ সোহাগ নামের ওই ব্যক্তিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/ই সড়কের ৩০ নম্বর বাড়ি থেকে মঙ্গলবার রাতে তুলে নিয়ে যওয়া হয় বলে তার স্ত্রী নাসরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

খায়রুল দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে উত্তরার ওই বাসায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রাম সদরে।

নাসরিন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ৫/৬ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে বাসা থেকে নিয়ে যায়।

“এ সময় ওই লোকেরা বাসা থেকে ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোনও নিয়ে যায়। পরে একজন ফোন করে জানান উনাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে। তারপর থেকে ওই মোবাইল ফোন বন্ধ রয়েছে।”

স্বামীর খোঁজ না পেয়ে উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করলে জানানো হয়, রাতে তারা জিডি নেয় না।

“কিন্তু বুধবার সকালে থানায় গেলেও পুলিশ সাধারণ ডায়েরি নেয়নি,” বলেন নাসরিন।

তবে নাসরিন নামের কোনো নারীর থানায় আসার কথা নিশ্চিত করতে পারেননি ওসি আলী হোসেন।

তিনি বলেন, “থানায় গেলে পুলিশ অবশ্যই জিডি নেবে। তাছাড়া উনার স্বামীকে যদি ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যায়, তাহলে উনার উচিত হবে প্রথমে ডিবিতে যোগাযোগ করা।”

এই বিষয়ে জানতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে খায়রুল নামে রবির কোনো কর্মকর্তাকে আটকের তথ্য তার কাছে নেই বলে জানান।

প্রতিবেদকের কাছে ঘটনা শোনার পর তিনি বলেন, “আমরা খোঁজ নিয়ে দেখব।”