নিরাপত্তা চেয়ে মুনতাসির মামুনের জিডি

জঙ্গিদের কাছ থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন লেখক-অধ্যাপক মুনতাসির মামুন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 04:42 PM
Updated : 24 Nov 2015, 04:42 PM

থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) তিনি বলেছেন, আনসারুল্লাহ বাংলা টিমসহ কয়েকটি জঙ্গি সংগঠন বেশ কিছুদিন ধরে তাকে হত্যার হুমকি দিচ্ছে।

“বারবার এই ধরনের হুমকিতে আমি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের এই অধ্যাপক গত শনিবার ধানমণ্ডি থানায় জিডি করেন।   

মুনতাসির মামুন

জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্নভাবে হুমকি পাওয়ার কারণে নিরাপত্তা চেয়ে এই জিডি করেছি।”

ধানমণ্ডি মডেল থানার ওসি নুরে আজম মিয়া মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার নিরাপত্তার বিষয়ে পুলিশ সচেষ্ট রয়েছে। প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সক্রিয় মুনতাসির মামুন জঙ্গিবাদের বিরোধিতায়ও সরব।

মুনতাসির মামুনের আগে একই ধরনের হুমকি পেয়ে থানায় জিডি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান এবং কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে তারা সবাই সম্প্রতি একটি যৌথবিবৃতি দেন।

ব্লগার-প্রকাশক হত্যাকাণ্ডে জঙ্গিদের জড়িত থাকার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে।