জাপানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন রাবাব ফাতিমা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 11:46 AM
Updated : 24 Nov 2015, 11:46 AM

বিসিএস-৮৬ ব্যাচের এই কর্মকর্তা টোকিও-তে মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

ফাতিমা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মহাপরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন।

এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের স্থায়ী মিশন এবং বাংলাদেশের বেইজিং দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া বিভিন্ন সময়ে 'লিয়েন' নিয়ে লন্ডনের কমনওয়েলথ সচিবালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় কাজ করেছেন পররাষ্ট্র কর্মকর্তা ফাতিমা।

তিনি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে যুক্তরাষ্ট্রের টুফ্টস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কূটনীতিক হিসেবে বিশেষভাবে মানবাধিকার এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে ফাতিমার 'ব্যাপক অভিজ্ঞতা' রয়েছে।