রমনায় এক বাসা থেকে সাবেক ভাড়াটিয়ার লাশ উদ্ধার

রাজধানীর রমনা থানার গাবতলা এলাকায় এক বাসা থেকে একজনের লাশ উদ্ধার হয়েছে, যিনি ওই বাসায় একসময় ভাড়া থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2015, 05:18 AM
Updated : 24 Nov 2015, 05:18 AM

সোমবার রাত ১২টার দিকে ৬৬৩ নম্বর বাড়ি থেকে আবুল কালাম (৪৭) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়।

রমনা থানার এসআই নাজমুল ইসলাম জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক রোজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

কালাম কসাইয়ের কাজ করতেন। কয়েক মাস আগে রোজিনার বাসা ছেড়ে তিনি যাত্রাবাড়ী এলাকায় আরেক বাসায় উঠেছিলেন।

এসআই নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজিনার দাবি, কালাম আত্মহত্যা করেছে। কিন্তু যাত্রাবাড়ী থেকে কালাম কেন ওই বাসায় এসে আত্মহত্যা করবেন তা বোধগম্য নয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় রোজিনাকে আটক করা হয়েছে।”

রোজিনাসহ ওই এলাকার কয়েকজন আবুল কালামের পাওনাদার ছিলেন। দেনা-পাওনার কারণেও তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।