বিভাগীয় কমিশনার পেল ময়মনসিংহ

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব জি এম সালেহ উদ্দিনকে নবগঠিত ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2015, 04:41 PM
Updated : 23 Nov 2015, 04:41 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার ময়মনসিংহ বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

ঢাকা বিভাগের চারটি জেলা- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণাকে নিয়ে গত ১৪ সেপ্টেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় প্রশাসনিক বিভাগ ময়মনসিংহ গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

গত ১৪ অক্টোবর বাংলাদেশের অষ্টম এই বিভাগ গঠনের গেজেট প্রকাশ করে সরকার।

এক কোটি ১৩ লাখ ৬৯ হাজার জনসংখ্যার ময়মনসিংহ বিভাগের আয়তন ১০ হাজার ৫৮৪ বর্গকিলোমিটার।

ময়মনসিংহ বিভাগ হওয়ার আগ পর্যন্ত ঢাকা বিভাগে জেলা ছিল ১৭টি। নতুন বিভাগ হওয়ায় ১৩ জেলা নিয়ে ঢাকা বিভাগকে পুনর্গঠন করা হয়েছে।